Logo
Logo
×

সারাদেশ

শাহজাদপুরে স্বজন সমাবেশের উদ্যোগে  স্বাধীনতা দিবস পালিত

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৭:৫১ পিএম

শাহজাদপুরে স্বজন সমাবেশের উদ্যোগে  স্বাধীনতা দিবস পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বজন বন্ধুরা রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা, শাহজাদপুর সরকারি কলেজ শাখা, পূরবী থিয়েটার, ভোর হলো, রংধনু মডেল স্কুল, ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুল, অভিজ্ঞ নৃত্য একাডেমি, নৃত্য রং, উচ্চারণ, বর্ণমালা ও অক্ষর আবৃত্তি সংগঠন।

এতে প্রধান অতিথি ছিলেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত।

ফখরুল মেমোরিয়াল কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ ও যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সহ-সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহবাজ খান সানি, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, কবি ম. জাহান, নাট্যকার কাজী শওকত প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বজন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালমান রহমান চঞ্চল, আলমগীর হোসেন, তাজবীদ আহমেদ, শাহিন উদ্দিন, মোনোয়ার হোসেন, মিজানুর রহমান, আশরাফুজ্জামান, আবুল কাশেম, হাবিবুর রহমান, আবু হানিফ, দ্বীন মোহাম্মদ, মেহেদী হাসান, শুভ, তানজির, আনিক, অলি, সায়মন, আলভি, নাফি, অনন্ত, বাকি বিল্লাহ, পামি, শামীমা, ফিরোজা, আখলিমা, সম্পা, কল্পনা, মনিরুল ইসলাম, আব্দুল মতিন, সাথি প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন- অনু, আবু বক্কর সিদ্দিক, তরিকা, রাত্রি, বন্ধন, শাইউন, সিফাত, বর্ণ, প্রিয়ন্তি, লাভলু, দীলিপ কুমার সুত্রধর, বুদ্ধিস্বর সরকার। গান পরিবেশন করেন শুভ ও মীর বাবুল। নৃত্য পরিবেশন করেন বর্ণ দত্ত, অঙ্কিতা, সামিয়া ও তাসমিয়া।

সিরাজগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম